কভার লেটার রাইটিং:
চাকুরির আবেদন প্রক্রিয়ায় সফলতা প্রাপ্তির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল কভার লেটার। যা কখনো সিভি এর চেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা একটি কাভার লেটার একজন মানুষকে আরেকজন অপরিচিত মানুষের কাছে প্রথমবার উপস্থাপন করে।
কাভার লেটারে সিভিতে উল্লেখ করা সকল প্রকার সার্টিফিকেশন, অভিজ্ঞতা, দক্ষতা প্রদর্শনের পাশাপাশি; চাকুরির জন্য আবেদনকারী নিজেকে উৎসাহী, আগ্রহী এবং যোগ্যপ্রার্থী হিসেবে উপস্থাপন করার সুযোগ পেয়ে থাকে।
আমাদের কভার লেটারের বৈশিষ্ট্য:
১- অনেক কথা অল্পতে গুছিয়ে লেখা হয়
২- আপনি সঠিকভাবে উত্তর দিতে পারবেন , "কেন প্রতিষ্ঠান আপনাকে নিয়োগ করবে?"
৩- আপনি সঠিকভাবে উত্তর দিতে পারবেন , "কেন আপনি অন্য সবার থেকে আলাদা?"
৪- আপনার দক্ষতা, ক্যারিয়ারের বৃদ্ধি এবং অর্জনের উপর ফোকাস করা হয়
৫- একটি কভার লেটারসহ একটি সিভি ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বাড়ায়
শর্তাবলী:
১ - আমরা আপনাকে হাই রেজুলেশনের এম এস ওয়ার্ড/পিডিএফ ফাইল প্রদান করবো
৩ - আপনার ইমেইল এ আমরা সার্ভিসটি ডেলিভার করবো
৪ - অর্ডার করতে আমাদের হেল্পলাইন নম্বর এ কল করুন
৫ - আমাদের দেয়া স্যাম্পল থেকে আপনি আপনার পছন্দের ডিজাইনটি নির্বাচন করতে পারবেন
৬ - অর্ডার প্রসেস করার জন্যে আমাদের দেয়া পেমেন্ট লিংক এ পেমেন্ট রেফারেন্স অপসন এ আপনার মোবাইল নম্বরটি উল্লেখ করবেন
৭ - পি এস ডি বা ভেক্টর ফরমেট (PSD/AI) এ ফাইল ডেলিভারি দেয়া হবেনা l
৮ - একটি অর্ডারে শুধুমাত্র একটি কভার লেটার পাবেন
৯ - সার্ভিস ডেলিভারির পর মূল্য ওফেরৎযোগ্য
১০ - সার্ভিসটির মূল্য নির্ধারিত এবং অপরিবর্তনীয়
ইমেইল: info@meelyf.com